বাবা হলেন স্যার টিমোথি মাইলস বিন্ডন - সাপ্তাহিক তুলসিগঙ্গা

Online Newspaper "The Weekly Tulsi Ganga"

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বাবা হলেন স্যার টিমোথি মাইলস বিন্ডন

একাত্তর বছর বয়সে সন্তানের পিতা হলেন ইংলিশ লেখক, একাডেমি এওয়ার্ড, গোল্ডেন গ্লোব এডওয়ার্ড, গ্রামি এডওয়ার্ড বিজয়ী স্যার টিমোথি মাইলস বিন্ডন। গত নভেম্বরে তার চেয়ে ৩৭ বছরের ছোট ড. লরা-জেন ফোলে (৩৪) এর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর সেই সম্পর্ক ফেব্রুয়ারিতে শেষ হয়ে যায়। এরই মধ্যে ড. লরার গর্ভে একটি সন্তান চলে আসে। ৫ই অক্টোবর সেই সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ওই কনে সন্তানটির নাম রাখা হয়েছে চার্লটি করডেলিয়া ভায়োলেট ক্রিস্টিনা। এ বিষয়ে ড. লরা মেয়ের ছবি দিয়ে অনলাইনে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, আমার প্রিয় কন্যা চার্লটি কারডেলিয়া ভায়োলেট ক্রিস্টিনাকে পরিচয় করিয়ে দিয়ে আমি উল্লসিত।
উল্লেখ্য, স্যার টিমের অন্য দু’জন নারীর সঙ্গে সম্পর্ক থেকে রয়েছে তিনটি সন্তান। এ ছাড়া রয়েছে তার ৭ জন নাতিপুতি। তিনি নিজে ১৫ কোটি পাউন্ডের মালিক। তিনি বলেন, আমি সন্তান চাই না। তাহলে তাকে আমি দেউলিয়া হয়ে যাবো। ‘টেকনিক্যালি’ এখনও তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ জেন ম্যাকিনটোশের সঙ্গে। এ সম্পর্কে তিনি দুটি সন্তানের পিতা। তারা হলেন ইভা (৪১) ও ডনাল্ড (৩৯)। ‘ওয়েস্ট এন্ড’ তারকা ইলেইন পেইজের সঙ্গে স্যার টিমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর জেন ম্যাকিনটোশ ও টিম আলাদা হয়ে যান। আর্টিস্ট নেল সালির সঙ্গে সম্পর্কে টিম ১৬ বছর বয়সী একটি কন্যা সন্তানের জনক।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages