‘পাগল মন’ দিয়ে মাতালেন মা-মেয়ে - সাপ্তাহিক তুলসিগঙ্গা

Online Newspaper "The Weekly Tulsi Ganga"

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

‘পাগল মন’ দিয়ে মাতালেন মা-মেয়ে


বিশেষ প্রতিনিধি, যুক্তরাষ্ট:
প্রথবার আয়োজনেই বাজিমাত। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবারের মতোগান মেলাআয়োজন করে ব্যাপক সাড়া ফেলে দিয়েছেনগানের ফেরিওয়ালাসখী রেখ্যাত জনপ্রিয় সঙ্গীতশিল্পী তানভীর শাহীন। নিজে গাননি, কিন্তু তার গানের মেলায় গান গেয়ে সঙ্গীতপিপাসুদের মন তৃপ্ত করেছেন একঝাঁক তারকাশিল্পী। আর দেশের বাইরে এই প্রথমবার একমঞ্চে গান গাইলেনপাগল মনখ্যাত কিংবদন্তী সঙ্গীতশিল্পী দিলরুবা খান তার মেয়ে শিমুল খান

মা মেয়ের পরিবেশনা ছাড়াও গান মেলায় দর্শক মাতিয়ে রাখে পপ সঙ্গীতশিল্পী জানে আলম, লালনখ্যাত সঙ্গীতশিল্পী চন্দনা মজুমদার, জনপ্রিয় ব্যান্ড মাকসুদ ঢাকা এবং উত্তর আমেরিকার জনপ্রিয় সঙ্গীতশিল্পী শাহ মাহবুব রানো নেওয়াজ। সন্ধ্যায় শুরু হয়ে গান মেলা চলে গভীররাত পর্যন্ত

ঢাকায় ফিরতে হবে বলে মাকসুদ ঢাকা ব্যান্ড দিয়ে শুরু হয় গান মেলার মূল অনুষ্ঠান। ভোকালিস্ট মাকসুদ একে একে পরিবেশন করেন তার জনপ্রিয় গানগুলো, যা ব্যাপক প্রশংসিত হয়। 

প্রবাসের জনপ্রিয় শিল্পী রানো নেওয়াজ পরিবেশন করেন দুটি গান। এরপর মঞ্চে আসেন উত্তর আমেরিকার জনপ্রিয় সঙ্গীতশিল্পী শাহ মাহবুব। তিনি দর্শকদের নাচিয়ে রাখেন সারাক্ষণ। শাহ মাহবুবের পর গাইতে মঞ্চে আসেন দিলরুবা খানের মেয়ে শিমুল খান। তিনি দুটি গান পরিবেশনের পর একটি ব্যান্ডের গান পরিবেশন করেন।শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশেগানটির সঙ্গে নেচে গেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন সঙ্গীতপ্রেমীরা

লালনখ্যাত চন্দনা মজুমদার পরপর ৪টি গান পরিবেশন করে যখন মঞ্চ থেকে বিদায় নেবেন ঠিক তখনই আসতে থাকে দর্শকদের একের পর এক অনুরোধ। পরে তিনি ৭টি গান পরিবেশন করেন। এরপর মঞ্চে আসেন দিলরুবা খান। ৪টি গান গাওয়ার পর তিনি মঞ্চে ডাকেন মেয়ে শিমুল খানকে। তাকে সঙ্গে নিয়ে পরিবেশন করেন দুটি গান। যা মধ্যে ছিল হাসন রাজার একটি গান

সবশেষে মঞ্চ কাঁপাতে আসেন পপ সঙ্গীতশিল্পী জানে আলম। তার গান গভীররাত পর্যন্ত মাতিয়ে রাখে দর্শক-শ্রোতাদের

Post Bottom Ad

Responsive Ads Here

Pages