
লীলাভুমি পাথরঘাট জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় অবস্থিত। লীলাভুমি পাথরঘাট ৯-১০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই স্থানটি কসবা উঁচাই অথবা মহিপুর বলেও পরিচিত যেটি। এখানকার ২০০ মিটার উত্তরে একটি প্রাচীন পুকুর আছে। পালদের শাসনামলে এই লেকের উত্তরে খ্রিষ্টান মিশনারিজরা কিছু ভবন নির্মাণ করে। এখানে আসলে দেখতে পাবেন ১৮ ফুট পানির নীচে তুলশি গঙ্গা নদীর স্রোতের সাথে পাথর বয়ে নিয়ে আসা। এছাড়াও এখানে একটি প্রাচীন ভবনও আছে। ধারনা করা হয়ে থাকে যে তুলশি গঙ্গা নদীর কারনে এখানকার উঁচুস্থাপনাগুলো নদীতে তলিয়ে গিয়েছে। খ্রিষ্টান মিশনারিজদের নির্মাণ করা ভবনের ৩০০ মিটার দুরেই একটি মসজিদ ও মাজার আছে। স্থানীয়রা এটিকে পীর কেবলা নাসিরের মাজার বলে থাকে যদিও হিন্দুরা এটিকে বলে নিমাই পীরের দরগা। এটির পশ্চিমে খ্রিষ্টান মিশনারিজদের নয়টি পুকুর ছিল এবং এ কারনেই জায়গাটির নাম ছিল নয়পুকুরিয়া।