সন্দেহের চোখে - সাপ্তাহিক তুলসিগঙ্গা

Online Newspaper "The Weekly Tulsi Ganga"

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সন্দেহের চোখে

গীতিকারঃ তানজির আহমেদ সাকিব
সন্দেহের চোখে
গীতিকারঃ তানজির আহমেদ সাকিব
(গান নং ১০৩৯)

সন্দেহের চোখে দেখেছো আমাকে
ভালবেসে খোঁজোনি যে মন,
যদি ভালবাসতে আমাকেও বুঝতে
হতো দুটি মনেরই মিলন।
আমারও তো মন আছে তোমারই মতই ভালবাসি তুমি ভুল বোঝো যতই।।
বুকেরও পাঁজরে আর কেউ নয়
রেখেছি শুধু তোমায়,
জীবনের ফ্রেমেতে বাঁধার পরেও
থাকো কেন দ্বিধায়।
কোনকিছু না ভেবে যখন যা চেয়েছো
দিয়েছি ততই।।
একটু সহজ হলেই হতো মধুময়
দুজনের যুগলবন্দী,
একসাথে থেকেও মিছে আমাকেই
ভেবেছো প্রতিদ্বন্দ্বী।
চুপিসারে এভাবে আমাকেই তুমি আরও
পোড়াবে কতই।।
লেখার তারিখঃ ২৭/১০/২০১৬ ইং

Post Bottom Ad

Responsive Ads Here

Pages