বগুড়া ট্যুরিষ্ট ক্লাব কি এবং কেন - সাপ্তাহিক তুলসিগঙ্গা

Online Newspaper "The Weekly Tulsi Ganga"

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বগুড়া ট্যুরিষ্ট ক্লাব কি এবং কেন

বগুড়া ট্যুরিষ্ট ক্লাব এর লোগো
★বগুড়া ট্যুরিষ্ট ক্লাব কি এবং কেন★
নামঃ বগুড়া ট্যুরিষ্ট ক্লাব।
শ্লোগানঃ মাতৃভূমি তথা নিজ দেশ ভ্রমন করুন, দেশকে জানুন; পর্যটন হোক টেকসই উন্নয়নের হাতিয়ার।

বগুড়া ট্যুরিষ্ট ক্লাবের মুলনীতিঃ
শান্তি, শৃঙ্খলা, একতা, উন্নয়ন,অরাজনৈতীক, অলাভজনক ও সমাজকল্যান মুলক পর্যটন শিল্প উন্নয়ন করা।


সংগঠনের মুল লক্ষ্য ও উদ্দেশ্যঃবগুড়া জেলা পর্যটন শিল্প নিয়ে কাজ করা ও বিশ্ববাসীর কাছে বগুড়ার পর্যটন শিল্পের গুরুত্ব তুলে ধরা।
এ দুটির বিষয়বস্তুকে সামনে রেখে নিম্নক্ত কার্যাদি সম্পুর্ন করা।

নিম্নে তা সংক্ষেপে তুলে ধরা হলোঃ★ বগুড়া জেলার বিভিন্ন প্রাচীন স্থাপত্য অনুসন্ধান করা।
★ সে সকল স্থানের পুর্বাতিহাসহ ক্লাবের নাম উল্লেখ পুর্বক বিভিন্ন মিডিয়ায় প্রচার করা।
★ সে স্থানের সমস্যা ও সম্ভাবনা নিয়ে রিপোর্ট করা।
★ স্থাপত্যের বর্তমান অবস্থা নিয়ে পরামর্শ ক্রমে প্রত্নতত্ত্ব সংশ্লিষ্টদের সাথে সমন্বয় করা।
★ বগুড়া জেলার সুশীল সমাজের বিশিষ্ট জনদের সাথে মাসিক বৈঠকের মাধ্যমে কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে ধারনা নেয়া।
★ বগুড়া জেলার বিভিন্ন স্থান ঘুরে প্রাচীন স্থাপত্য ও পর্যটন স্পট নির্ধারন করা।
★ পর্যটন স্পট গুলোর সংরক্ষন ও উন্নয়নে জনসচেতনতা সৃষ্টি করা।
★ দেশী ও বিদেশী পর্যটকদের বগুড়া সম্পর্কে সুস্পষ্ট ধারনা দেয়া।
★ পর্যটকদের সেবা নিশ্চিত করার লক্ষে হোটেল, মোটেল, রেস্তরা ও চিকিৎসা বিষয়ক সংশ্লিষ্টদের সাথে সমন্বয় করা।
★ পর্যটকদের নিরাপত্তার জন্য ট্যুরিষ্ট পুলিশ জোনের ভুমিকা তুলে ধরা।
★ যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বিমান বন্দর, টার্মিনাল সমিতি ও ইউনিয়ন কমিটিদের সাথে সমন্বয় করা।
★ বগুড়ার পর্যটন স্পট গুলোর ইতিহাস সম্বলিত বই বের করা।
★ সাপ্তাহিক, মাসিক প্রোগ্রামের অগ্রগতি রাখা
★ ক্লাবের কার্যকরী পরিষদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহন করা।
★ প্রসাশনিক দপ্তর সমুহের সাথে পর্যটন সম্পর্কিত নানাবিধ বিষয়াদি আলোচনা করা।


এসকল ইত্যাদি পদক্ষেপ গ্রহনের মধ্য দিয়ে বগুড়া জেলাকে একটি সুন্দর পর্যটন শিল্প এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব। এজন্য পর্যটন শিল্পে বগুড়ার উন্নয়নে ভুমিকা রাখতে বগুড়া ট্যুরিষ্ট ক্লাবের সকল সদস্যদের একযোগে কাজ করতে হবে।
.::শুভেচ্ছান্তে::.
মোঃ মোহাইমিনুল ইসলাম (প্রিন্স)
ধর্মীয় সম্পাদক
বগুড়া ট্যুরিষ্ট ক্লাব

Post Bottom Ad

Responsive Ads Here

Pages