মোবাইল কোর্ট আইন ২০০৯ অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য অপরাধ সমূহ হলো :
আইনের ধারা ৪।
শিশু বিবাহকারী একুশ বৎসর বয়সোর্ধ্ব সাবালক পুরুষ অথবা আঠারো বৎসর বয়সোর্ধ্ব সাবালিকা নারীর ক্ষেত্রে
নিম্নোক্ত যে কেহ, কোন বাল্যবিবাহের চুক্তি করিলে
- একুশ বৎসর বয়সোর্ধ্ব সাবালক পুরুষ
- অথবা আঠারো বৎসর বয়সোর্ধ্ব সাবালিকা নারী
আইনের ধারা ৫।
বাল্যবিবাহ অনুষ্ঠান সম্পন্ন করা
কোন ব্যাক্তি কোন বাল্যবিবাহ অনুষ্ঠানের ব্যবস্থাপনা বা পরিচালনা করিলে যদি না সে প্রমাণ করিতে পারে যে, বিবাহটি বাল্যবিবাহ ছিল না বলিয়া তার বিশ্বাস করিবার মত কারণ ছিল।
নিন্মোক্ত ব্যক্তিবর্গ এই ধারা অনুযায়ী শাস্তির আওতায় পড়বেন :
- বিবাহ নিবন্ধক
- কাজী
- মুসলিম আইনে বিবাহ পড়িয়েছেন এমন ব্যাক্তি / মৌলভী
- হিন্দু ধর্মমতে বিবাহ সম্পাদনকারী পুরোহিত
- বিবাহ অনুষ্ঠান তদারককারী ব্যক্তিবর্গ
- বিবাহ অনুষ্ঠানে খাবার পরিবেশনকারী (প্রাপ্তবয়স্ক ) ব্যক্তিবর্গ

আইনের ধারা ৬।
বাল্য বিবাহ সংশ্লিষ্ট পিতামাতা বা অভিভাবকের ক্ষেত্রে
(1) যে ক্ষেত্রে কোন নাবালক কোন বাল্যবিবাহের চুক্তি করে, সেইক্ষেত্রে ঐ নাবালকের ভারপ্রাপ্ত যে কোন ব্যক্তি, পিতামাতা হউক বা অভিভাবক হউক বা অন্য কোন সামর্থ্যে হউক, আইনসঙ্গত হউক বা বেআইনী হউক যদি উক্ত বিবাহে উৎসাহ প্রদানের কোন কাজ করেন, অথবা উহা অনুষ্ঠিত হওয়া হইতে নিবারণ করিতে অবহেলার দরুন ব্যর্থ হন
(২) কোন নাবালক বাল্যবিবাহের চুক্তিবদ্ধ হলে বিপরীত প্রমাণিত না হওয়া পর্যন্ত, উক্ত নাবালকের উপর কর্তৃত্বসম্পন্ন ব্যক্তি নিজ গাফিলাতির কারণে বিবাহটি নিবৃত্ত বন্ধ করিতে ব্যর্থ হলে সমান অপরাধী বলে বিবেচিত হবেন...
নিন্মোক্ত ব্যক্তিবর্গ এই ধারা অনুযায়ী শাস্তির আওতায় পড়বেন :
- পিতা-মাতা
- ঘটক
- বিবাহের স্বাক্ষী
- কনের উকিল বাবা
- বর-কনের বয়োজেষ্ঠ্য ( প্রাপ্তবযস্ক ) নিকট আত্নীয়
দন্ড :
উপর্যুক্ত প্রতিটি অপরাধের জন্য অপরাধী হিসেবে প্রমানিত ব্যক্তি
- এক মাস পর্যন্ত মেয়াদের বিনাশ্রম কারাদন্ডে
- বা এক হাজার টাকা পর্যন্ত জরিমানায়
- বা উভয়বিধ দন্ডে দন্ডিত হইবে
বিভিন্ন সংজ্ঞা :
(ক) ‘‘শিশু’’ (Childern) বলিতে ঐ ব্যক্তিকে বুঝাইবে যাহার বয়স পুরুষ হইলে একুশ বৎসরের কম এবং নারী হইলে আঠার বৎসরের কম;
(খ) ‘‘বাল্যবিবাহ’’ বলিতে সেই বিবাহকে বুঝায় যাহাতে সম্পর্ক স্থাপনকারী পক্ষদ্বয়ের যেকোন একজন শিশু;
(গ) বিবাহের ‘‘চুক্তিবদ্ধ পক্ষ’’ বলিতে যে পক্ষদ্বয়ের মধ্যে বিবাহ অনুষ্ঠিত হইয়াছে বা হওয়া অত্যাসন্ন, এমন যেকোন এক পক্ষকে বুঝাইবে;
(ঘ) ‘‘নাবালক’’ (Minor) বলিতে পুরুষের ক্ষেত্রে একুশ বৎসরের কম এবং নারীর ক্ষেত্রে আঠার বৎসরের কম যেকোন ব্যক্তিকে বুঝাইবে;