বাংলাদেশ তারুণ্যের দেশ৷ তরুণেরাই আমাদের ভালোবাসা, শক্তি, প্রেরণা ও সাহস৷ তারুণ্যের স্বপ্নের রঙে আমরা সাজাতে চাই প্রথমআলোকে৷ এই স্বপ্নযাত্রায় আপনাকে সঙ্গে নিয়ে প্রথমআলোহয়ে উঠবে আরও প্রাণবন্ত৷ আলোকিত পৃথিবী আর আলোকিত দেশ গড়ে তুলতে আমরা কাজ করে যাব একসঙ্গে৷
প্রথমআলো বাংলাদেশের বিজয়ের খবর ছড়িয়ে দিচ্ছে সারা পৃথিবীতে। প্রথমআলোর একটিমাত্র লক্ষ্য, সেটা হলো বাংলাদেশের জয়। আমরা বাংলাদেশের জয় দেখতে চাই।
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা তাই বলছি, এ দেশের বুকে আঠারো নেমে আসুক।
প্রথম আলোর সঙ্গেই থাকুন৷
মতিউর রহমান
সম্পাদক, প্রথম আলো