আপনাকে সঙ্গে নিয়ে প্রথম আলো গৌরবের ১৮ বছর পূর্ণ - সাপ্তাহিক তুলসিগঙ্গা

Online Newspaper "The Weekly Tulsi Ganga"

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

আপনাকে সঙ্গে নিয়ে প্রথম আলো গৌরবের ১৮ বছর পূর্ণ

আপনাকে সঙ্গে নিয়ে প্রথম আলো গৌরবের ১৮ বছর পূর্ণ করল৷ এই সুযোগে প্রথমআলো সব পাঠক শুভানুধ্যায়ীদের উদ্দেশে একটা কথাই বলতে চাই বিনয়ের সঙ্গেধন্যবাদ সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা ফেসবুকেপ্রথমআলো কোটি লাখের বেশি অনুসারী, ২১০টির বেশি দেশে প্রতিদিনের ৫৫ লাখ পাঠক সঙ্গে আছেন বলেই প্রথম আলো এক নম্বর, পাঠক সঙ্গে আছেন বলেই প্রথমআলো স্বাধীন আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা৷ 
বাংলাদেশ তারুণ্যের দেশ৷ তরুণেরাই আমাদের ভালোবাসা, শক্তি, প্রেরণা সাহস৷ তারুণ্যের স্বপ্নের রঙে আমরা সাজাতে চাই প্রথমআলোকে৷ এই স্বপ্নযাত্রায় আপনাকে সঙ্গে নিয়ে প্রথমআলোহয়ে উঠবে আরও প্রাণবন্ত৷ আলোকিত পৃথিবী আর আলোকিত দেশ গড়ে তুলতে আমরা কাজ করে যাব একসঙ্গে৷ 
প্রথমআলো বাংলাদেশের বিজয়ের খবর ছড়িয়ে দিচ্ছে সারা পৃথিবীতে। প্রথমআলো একটিমাত্র লক্ষ্য, সেটা হলো বাংলাদেশের জয়। আমরা বাংলাদেশের জয় দেখতে চাই। 
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা তাই বলছি দেশের বুকে আঠারো নেমে আসুক। 
প্রথম আলো সঙ্গেই থাকুন৷

মতিউর রহমান

সম্পাদক, প্রথম আলো


Post Bottom Ad

Responsive Ads Here

Pages