বাংলার রুপ রাজ্জির ইতিকথা - সাপ্তাহিক তুলসিগঙ্গা

Online Newspaper "The Weekly Tulsi Ganga"

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বাংলার রুপ রাজ্জির ইতিকথা


বাংলার রুপ রাজ্জির ইতিকথা 

কবি শফি মোঃ ওমর ফারুক


কোন সে স্নিগ্ধ ছায়া; হাসির উচ্ছল উজ্জলতা 
উদ্দীপ্ত যৌবনে কোথায়, এমন তারুণ্যের গৌরব গাঁথা
এ–তো শুধু স্বণ যুগ নয়; প্রেমে উত্তাল আনন্দদোলার জয় 
কি শীতল; কি শান্ত; কি উজ্জল মিলন রুপের শোভা 
মিষ্ট বসন্তে গ্রথিত সন্নিবিস্ট সুন্দরের সুরভী তথা
সৃষ্টিতম, দৃষ্টি নন্দন সুন্দরে বাংলার রুপ রাজ্জির ইতিকথা ।।

কাব্যিকতার এমন শীর্ষে; অশরীরী বাংলা, রং তুলিতে স্মৃতির বেদনা নয় 
নয় নির্দয়; চির যৌবনা প্রাণের প্রসারে তাঁর সংসার 
হে; মোহিনী, অদৃশ্য বীণাখানি; সিঁধূর মাখিলো, অধরে তোমার ।
এ নয় গ্রন্থিত; উল্লসিত সুখের নব সূচনা; চির শান্তির অনাবিল আনন্দের; রোদ্র মাখা সিঁধূর
আত্নার প্রশ্ন রেখা; বরেণ্য ব্যাকুল চিত্তে মন পবনের পাল তোলা নৌকা ।
কি রুপের বিশ্বরুপ, অপরূপ; চরণ ধূলার বদনখানি, এ এক শীতল পাটি
মমতায় ক্লান্ত প্রীতি; পড়ন্ত বিকেলে প্রথম প্রহরের উজ্জল সকাল হেসে রয় 
মুখর সুষমায়, স্মৃতি শিখরে কাশবন নদী চরাচর বুনোচাঁদ হেঁসে রয়, নয় তার কবু পরাজয় 
আক্ষেপ নয়; ছন্দের রন্ধে রন্ধে দ্রোহের স্নিগ্ধ বনে হবে বাংলার জয় ।।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages