শুভশ্রীকে বিয়ে করলেন দেব! - সাপ্তাহিক তুলসিগঙ্গা

Online Newspaper "The Weekly Tulsi Ganga"

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শুভশ্রীকে বিয়ে করলেন দেব!


ওপার বাংলার মিডিয়ায় কম জল ঘোলা হয়নি সুপারস্টার দেব  মিষ্টি হাসির নায়িকা শুভশ্রীর প্রেম নিয়ে। লুকোচুরির খোলস ভেঙে একটা সময় তারা নিজেরাই ঘোষণা দিয়েছিলেন একে অপরকে ভালবাসেন। তারপর অপেক্ষা ছিলো কেবল বিয়ের।

কিন্তু ২০১৩ সালের শেষ দিকে হঠাৎ করেই সেই সম্পর্কে ফাটল ধরে। একসাথে ছবি করা দূরে থাক, কেউ কারো ছায়াও মারাতেন না তখন। তারপর অনেক জল গড়িয়েছে। শুভশ্রী জিতের সাথে বস করে অবশেষে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে এলেন বাংলাদেশের সিনেমা হলে। আর দেব এমপি হয়ে শোভা বাড়ালেন পশ্চিম বঙ্গের সংসদে।

আশার কথা হলো সম্প্রতি মান ভেঙেছে দুই তারকার। আবারো তারা একসাথে ছবি করছেন। প্রেমও নাকি করছেন ছুটিয়ে নতুন করে জোড়া লাগা সেই সম্পর্ক মিডিয়া উস্কে দিয়েছে একটি ছবিতে। সম্প্রতি প্রকাশ হয়েছে দেব শুভশ্রীর বিয়ের ছবি। তাই দেখে সবাই ভাবছেন- লুকিয়ে বুঝি বিয়েটাই সেরে ফেললেন টালিউডের জনপ্রিয় এই জুটি।

কিন্তু খোঁজ নিয়ে জানা গেল ছবি সত্যিকারের বিয়ের নয়। তারা ধুমকেতু নামে একটি চলচ্চিত্রে কাজ করছেন। সেখানেই এই সাজ।


প্রথম দিনের শুটিংয়ে দেবকে দেখা গেলো ছাক্কা কপালে চন্দনের ফোটা দিয়ে বরবেশে৷ কনের সাজেও সেজেছেন শুভশ্রী। আরো একটি নতুন খবর হলো ধূমকেতু দিয়ে শুরু হলো দেবের নতুন আরেকটি ইনিংস। কারণ, ছবির মাধ্যমেই প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ হচ্ছে তার। আর যাত্রাটা শুরু করলেন শুভশ্রীকে সঙ্গে নিয়েই। দেবের প্রযোজনা সংস্থার নাম- দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস।

ছবির পরিচালক অবশ্য জানিয়েছেন, দেব-শুভশ্রীর মতো নায়ক নায়িকা থাকলেও, তিনি তার ঘরানা অনুযায়ীই ছবি করছেন৷ আর সেখানে দুই চরিত্র হিসেবেই দেখা যাবে তাদের৷

প্রসঙ্গত, দেব-শুভশ্রী জুটির জনপ্রিয়তা আকাশচুম্বি। তাই তাদের প্রতি দর্শকের প্রত্যাশাও পর্বতসমান। গেলো পূজায় দেব অভিনীত ভেঙ্কটেশ ফিল্মস এর ব্যানারে মুক্তি পায় `শুধু তোমারই জন্য ছবিটি ব্যাপক সাফল্য পেয়েছে। এখানে দেবের বিপরীতে ছিলেন শ্রাবন্তী


Post Bottom Ad

Responsive Ads Here

Pages