বগুড়া জেলা পরিষদের নির্বাচনে জয়ী হলেন যারা - সাপ্তাহিক তুলসিগঙ্গা

Online Newspaper "The Weekly Tulsi Ganga"

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বগুড়া জেলা পরিষদের নির্বাচনে জয়ী হলেন যারা

বগুড়া প্রতিনিধিঃ 
বগুড়ায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আজ বুধবার জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহনের পর গননা শেষে বিকালে বেসরকারী ফলাফল ঘোষণা করা হয়েছে। তবে উচ্চ আদালতে মামলা থাকায় বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান পদs-1এবং ৬, ১২ ও ১৪ এই ৩টি ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ভোট গ্রহন হয়নি। ১৫টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ডের সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা সদস্যের ৫টি পদের বেসরকারী  ফলাফল ঘোষণা করা হয়।
সাধারণ সদস্য পদে নির্বাচিতরা হলেন- ১ নং ওয়ার্ডে-সুলতান মাহমুদ খান রনি, ২নং ওয়ার্ডে-মাহফুজুল ইসলাম রাজ, ৩নং ওয়ার্ডে-আসাদুর রহমান দুলু, ৪ নং ওয়ার্ডে- মোস্তাফিজুর রহমান ভুট্ট, ৫নং ওয়ার্ডে- ফজলুল হক, ৭নং ওয়ার্ডে-রেজাউল করিম মন্টু, ৮ নং ওয়ার্ডে- আনছার আলী মাস্টার, ৯ নং ওয়ার্ডে-মিনহাদুজ্জামান লিটন, ১০ নং ওয়ার্ডে-মারুফ রহমান মঞ্জু, ১১ নং ওয়ার্ডে- আব্দুল করিম, ১৩ নং ওয়ার্ডে-রুহুল মোমিন এবং ১৫ নংওয়ার্ডে- জাহিদুল বারী। সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে নির্বাচিতরা হলেন, সাহাদারা মান্নান, মাছুমা খানম লিপি, নাজনীল নাহার, সামছুন্নাহার আকতার বানু ও মঞ্জু আরা বেগম।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages