ফের নতুন বিড়ম্বনার সম্মুখীন ঐশ্বরিয়া-রণবীর - সাপ্তাহিক তুলসিগঙ্গা

Online Newspaper "The Weekly Tulsi Ganga"

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

ফের নতুন বিড়ম্বনার সম্মুখীন ঐশ্বরিয়া-রণবীর

ঐশ্বরিয়া-রণবীর



গতকাল ১ নভেম্বর ঐশ্বরিয়া রাই বচ্চন ৪৩-এ পা দিলেন। সাবেক বিশ্ব সুন্দরীকে তার জন্মদিনে চমকে দিলেন রণবীর কাপুরের মা নীতু কাপুর। নিতু কাপুর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যা পোস্ট করলেন তাতে করে ফের বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন।
সম্প্রতি বেশ কিছুদিন ধরেই করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’এ ঐশ্বরিয়া আর রণবীরের  অন্তরঙ্গ দৃশ্য ঘিরে তো আর কম পানি ঘোলা হলো না। একদিকে রয়েছেন বলিউড বিগ বি অমিতাভ বচ্চন। তারই তীব্র আপত্তিতে পরপুরুষের সঙ্গে নিজ ছেলের বউয়ের দুঃসাহসী দৃশ্যগুলোকে বাদ দিতে হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। অন্য দিকে আগুনে ঘি ঢালার মানুষেরতো অভাব নেই। নয় বছরের ছোট ছেলের সঙ্গে  অভিনয়েও এমনটা করতে বাধল না ঐশ্বরিয়ার তা নিয়ে তো কানাঘুষা
চলছেই।
এমনই একটি স্পর্শকাতর সময়ের মধ্যেই চরম বোমাটি ফাটালেন নীতু। নিতু কাপুর প্রমাণ করে দিলেন, ঐশ্বরিয়া আর রণবীর অনেক দিন ধরেই পরস্পর পরস্পরকে বেশ পছন্দ করেন। আর এই ঘটনার সূত্রপাত রণবীরের ছোটবেলা থেকেই। নিতু কাপুর তার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রণবীর আর ঐশ্বরিয়ার একটা পুরনো অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করে তার কথার সত্যতারও পরিচিয় দিয়েছেন।
ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ছবিতে দেখা যাচ্ছে, ঋষি-নীতু কাপুরের বাড়ির একটা সোফায় বসে রয়েছেন ঐশ্বরিয়া। আর, তার সামনে মাটিতে বসে আছেন রণবীর। মন দিয়ে, অনুরাগী এক ভক্তের মতো তিনি নায়িকার একটা ছবি আঁকছেন। এর পরে আর কী বা বলার থাকতে পারে!

Post Bottom Ad

Responsive Ads Here

Pages