নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ২কোটি ১৭লক্ষ টাকা ব্যায়ে মক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মান কাজের উদ্বোধন করেন নওগাঁ জেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও নওগা- ১ আসনের সংসদ সদস্য বীর মক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এবং জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপি।ধামইরহাট -নজিপুর সড়কের পার্শ্বে আজ বুধবার সকাল ১১টায় মক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন উপলক্ষে কারিগরি কলেজ প্রাঙ্গনে এক সমাবেশের আয়োজন করা হয়। ধামইরহাট মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ রউফ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা আ'লীগের সাধারণ সম্পাদক বীর মক্তিযোদ্ধা বাবু সাধন চন্দ্র মজুমদার, এসময় বিশেষে অতিথি হসিাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপি, নওগা জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার হারুন আল রশীদ, স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী বাদশা মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া, এবং ধামইরহাট উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম প্রমুখ। উপজেলা প্রকৌশল সুত্র জানায় ৫ তলা ভিত বিশিষ্ট ভবনের প্রথম ধাপে ৩ তলা পর্যন্ত নির্মান করা হবে।