নাসির নগরের ঘটনায় সরকার কঠোর অবস্থানে : ওবায়দুল কাদের - সাপ্তাহিক তুলসিগঙ্গা

Online Newspaper "The Weekly Tulsi Ganga"

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

নাসির নগরের ঘটনায় সরকার কঠোর অবস্থানে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ব্রাক্ষণবাড়িয়ার নাসির নগরের ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। যারা অপরাধী তাদের কঠোর শাস্তি পেতেই হবে।
তিনি আজ বিকেলে বনানী স্কুল মাঠে গারোদের ওয়ানগালা (নবান্ন) উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। নকমা দুর্জয় তজুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, জুয়েল আরং এমপি প্রমুখ।
ওবায়দুল কাদের বলেন, সংখ্যালঘুদের উপর হামলা, প্রার্থনালয়, বাড়ি ভাঙচুরকারীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এসব কঠোরভাবেই মোকাবেলা করা হবে।
ভয়কে জয় করতে হবে উল্লেখ করে তিনি বলেন, উদ্বেগের কোন কারণ নেই। শেখ হাসিনা আপনাদের পাশে আছে। তাঁর সরকার আপনাদের নিরাপত্তা বিঘ্নিত হতে দিবে না।
সংখ্যালঘুদের তিনি অভয় দিয়ে বলেন, ‘আপনারা নিজেদের মাইনরটি ভাববেন না। আপনাদেরও সমান অধিকার আছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমান সবাই সমান।’
এর আগে সকালে পূজার মাধ্যমে গারোদের এই ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages