জল খেলা - সাপ্তাহিক তুলসিগঙ্গা

Online Newspaper "The Weekly Tulsi Ganga"

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

জল খেলা

জল খেলা

লেখিকাঃ ফাহিমা সুলতানা


কন্যা জল চিঠায়া দিলাম তোর অঙ্গে।
এই জল খেলারই ছলে বলে দিলাম
মোর মনের কথা।
ভাল লাগে তোরে ।

বলিস ওরে বলিস আমায়,
যদি ভালো লাগে তোর।
লাজে যদি না বলতে ও পারিস।
জল চিঠায়া যাস।

আমি ধন্য সে তো হই।
যদি তোর ফিরা জলে 
ভিজে অঙ্গ মোর।

তোর ঐ জোড়া চোখে দৃষ্টি পেলে,
আমি চেয়ে রই।
তোর রুপের অনলে আপন হ্রদয়,
জ্বলেই ধন্য হয়।

ও রে বল ও রে মোরে বল।
তুই কবে হবি মোর হ্রদয়ের
আপনার আপন।

আমি থাকতে নাহি পারি।
ও রে তোরে ছাড়ি ।
তাই প্রেম বাধনে বাধব ভেবে।
জল চিঠায়া যায়।



Post Bottom Ad

Responsive Ads Here

Pages