স্টাফ রিপোর্টারঃ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের কমিটি নতুন করে গঠন করার ৯ দিনের মধ্যেই সাধারণ সম্পাদককে পরিবর্তন করা হলো। শুক্রবার রাতে জেলা ছাত্রলীগের এক জরুরী বৈঠকে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদককে অব্যহতি দিয়ে নতুন করে কলেজের গণিত বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র আব্দুর রউফ কে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়।
বগুড়া জেলা ছাত্ররীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায় জানান, শুক্রবার রাতে জেলা ছাত্ররীগের জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস জানান, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান অর্ক পারিবারিক সমস্যার কারণে পদ থেকে অব্যহতি চায়। যেকারণে তার আবেদন বিবেচনায় নিয়ে রাকিবুল হাসান অর্ক কে অব্যহতি দিয়ে আব্দুর রউফকে সাধারণ সম্পাদক করা হয়েছে।উল্লেখ্য, গত ২৫ অক্টোবর মঙ্গলবার কেন্দ্রীয় কমিটি থেকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পাশাপাশি কলেজ ছাত্রলীগের সভাপতি বেনজির আহমেদকে সংগঠন থেকে আজীবন বহিষ্কার করা হয়। এঘোষনার ৩ দিনের মধ্যে ২৭ নভেম্বও বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করা হয়। ১ বছরের জন্য করা এই কমিটিতে সভাপতি করা হয়েছিল কে এম মোজাম্মেল হক বুলবুলকে আর সাধারণ সম্পাদক করা হয়েছিল রাকিবুল হাসান অর্ক কে। ওইদিন দুপুরে সাতমাথাস্থ দলীয় কার্যালয়ে জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস ও সাধারণ সম্পাদক অসীম কুমার রায় এই কমিটি ঘোষনা করেন। তাদের স্বারিত এক বিবৃতিতে জানাযায় এই কমিটি আগামী ১ বছরের জন্য গঠন করা হয়েছে। এ কমিটি গঠনের ৯ দিনের মাথায় ৪ নভেম্বর শুক্রবার সভাপতিকে বহাল রেখে সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আনা হলো।