বগুড়া প্রতিনিধিঃ
গতকাল বিকেলে সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে "বগুড়া গণিত ক্লাব"-র সদস্যদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে বাংলাদেশ উইকিপিডিয়ান মাহফুজ রহমান ।
সভায় নাসির আহম্মেদ’কে সভাপতি ও মাশকুরুল আলম মারুফ’কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে অত্র ক্লাবের দুই বছর মেয়াদী ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য পদে রয়েছেন সহ-সভাপতি মাহাবুব রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদ জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ আলী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুলতান রায়হান, কোষাধ্যক্ষ প্রেমানন্দ সরকার, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস, আই সি টি সম্পাদক দীপক কুন্ড, সাংস্কৃতিক সম্পাদক রুহুল আমিন, কার্যনির্বাহী সদস্য আবু সিয়াম জনি, গোলাম রব্বানী ও আঃ রাজ্জাক নির্বাচিত হয়। উল্লেখ্য যে কার্যনির্বাহী কমিটির সকলেই বি.এস.সি ( অনার্স ), এম.এস.সি (গণিত) ডিগ্রিধারী।
উক্ত সভায় বগুড়া অঞ্চলের তৃর্ণমূল পর্যায়ের ছাত্র-ছাত্রীদের গণিত ও বিজ্ঞান ভীতি দূর করতে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। এছাড়াও "গণিত বিষয়ে ভয়ের কিছু নেই বরং গণিতের সৌন্দর্য জীবনকে আরও আনন্দময় ও উপভোগ্য করে " তা নিয়ে আলোকপাত করা হয়। পরিশেষে নবগঠিত কমিটির সফলতা কামনা করে সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।