মাহফুজ রহমান (ঢাকা অফিস):
![]() |
কণ্ঠশিল্পী দিলরুবা খান |
নব্বইয়ের দশকের পাড়া মহল্লা
মাতানো গান “পাগল মন
মনরে মন কেন এত
কথা বলে” আর এই গানে গেয়ে
সে সময় তুমুল আলোচনায়
আসেন কণ্ঠশিল্পী দিলরুবা খান।
সম্প্রতি
বিখ্যাত জনপ্রিয় কন্ঠশিল্পী দিলরুবা
খানের “প্রেমের গল্প” শিরোনামের মিউজিক
ভিডিও।ভিডিওটি সম্পূর্ণ
চিত্রায়িত হয়েছে ইউরোপের ৩
টি দেশ ‘ফ্রান্স, সুইজারল্যান্ড
আর জার্মানি তে। সুস্ময়
শরিফের পরিচালনায় এর চিত্রনাট্যটি লিখেছেন
তালহা বিন পারভেজ সোহান। উল্লেখ্য,
লেজার ভিশনের ব্যানারে ‘মনের
পাখি বনে’ এলবামের রবিউল
ইসলাম জীবনের কথায় এ
গানটির সুর করেছেন মিলন
ও সংগিত পরিচালনায় ছিলেন
এম এম পি রনি। ইউরো
বাংলা টিভির সৌজন্যে এটি
নির্মাণে সহযোগিতায় ছিলো আর্টিস্ট এন্ট প্যারিস ও কম্পটোয়ের দু
বেংগল। এ
বিষয়ে দিলরুবা খান বলেন, অভিনেতা
ও নির্দেশক সুস্ময় শরিফের দক্ষতায়,
চিত্রগাহক মাহাদি হাসান খানের
শৈল্পিক দৃশ্যধারণ ও ফরাসী অভিনেত্রী
ক্লিমান্স এর অভিনয়ে যথেষ্ঠ
প্রাণবন্ততা মিউজিক ভিডিওটিতে প্রাণ
ঢেলে দিয়েছে। ওরা
বেশ নিবেদিত প্রাণ, আর গানটিকে আপনাদের
কাছে পৌছে দিতে প্রি-প্রোডাকশন থেকে পোস্ট প্রোডাকশন
পর্যন্ত প্রায় দু’মাস
অক্লান্ত পরিশ্রম করেছে। আমি
আশা করছি, দর্শক’রাও
ভিডিও টিকে সেভাবেই গ্রহণ
করবে।
দেখুন নিচে ভিডিও সহ গান :