নওগাঁ প্রতিনিধি: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে জেলা ছাত্র লীগের সভাপতি রহমানিয়া আলম রিজভী ও সাধারণ সম্পাদক বিমান কুমার রায়ের আয়োজনে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নওগাঁ সদর আসনের সাংসদ আব্দুল মালেক, সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, জেলা মহিলা লীগের সভাপতি শাহনাজ মালেক, জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. খোদাদদ খান পিটু প্রমুখ।
অপরদিকে, বেলা সাড়ে ১১টায় বদলগাছী উপজেলার দলীয় কার্যালয় থেকে বরেন্দ্র বহুমূর্খী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক সাসংদ আলহাজ্ব ড. আকরাম হোসেন চৌধূরীর নেতৃত্বে ছাত্রলীগের একটি র্যালী বের হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি ফায়ছার হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি আ.জা.ম সফি মাহমুদ, সাধারন সম্পাদক আলহাজ্ব আবু খালেদ বুলু, যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম ও কামরুল ইসলাম পল্টন, যুবলীগের সভাপতি এমামুল আল হাসান তিতু, সহ-সভাপতি মনিরুল ইসলাম সাজু ও হারুন উর রশিদ, সাধারন সম্পাদক জনি আলম, পাহাড়পুর ইউপি সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, ছাত্রলীগের সাধারন সম্পাদক সামছুজ্জামান হিরা, বঙ্গবন্ধু সরকারি মহা বিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি আরিফুল হক, সাধারন সম্পাদক সুমন হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।