পুরুষ সঙ্গী ছাড়া একসঙ্গে ৮ সন্তান প্রসব ! - সাপ্তাহিক তুলসিগঙ্গা

Online Newspaper "The Weekly Tulsi Ganga"

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

পুরুষ সঙ্গী ছাড়া একসঙ্গে ৮ সন্তান প্রসব !



আন্তজার্তিক প্রতিনিধিঃ
তার প্রকৃত নাম নাতালি সুলেমান দুনিয়া তাকে চেনেঅক্টোমামহিসেবেই  ‘অক্টোঅর্থে আট, আরমামতো মা কেন এই পরিচিতি? কারণ ২০০৯ সালে এক সঙ্গে আটটি
সন্তান জন্ম দিয়ে খবরের শিরোনামে এসেছিলেন তিনি। আর গর্ভধারণের সময় তিনি এক বিবাহবিচ্ছিন্না তরুণী। অর্থাৎ, কোন পুরুষ সঙ্গীর সাহায্য ছাড়াই আট সন্তানের মা হয়েছেন এই নাতালি।
বিষয়টি শুনতে যতই আজগুবি লাগুক না কেন, এটাই সত্য। ১৯৯৬ সালে মার্কিন এই নারীর বিয়ে হয় মার্কো গুতিরেজের সঙ্গে। ২০০৬ সালে ডিভোর্স হয়ে যায়। মার্কো নাতালিকে কোনও
সন্তান দিতে পারেননি। সেটাই ছিল তাদের বিচ্ছেদের প্রধান কারণ। আনুষ্ঠানিক ডিভোর্সের অনেক আগে থেকেই দুজনে আলাদা থাকতে শুরু করেছিলেন। সেই সময় থেকেই ইন-ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ), অর্থাৎ সাধারণ ভাবে যাকে টেস্ট টিউব বেবি বলা হয়, সেই পদ্ধতিতে মা হওয়ার চেষ্টা চালাতে থাকেন নাতালি। ১৯৯৭ সালে, নাতালির বয়স যখন ২১, সেই সময় থেকেই ডাক্তার মাইকেল কামরাভার তত্ত্বাবধানে শুরু হয় চিকিৎসা। পরবর্তী বছর য়েকের মধ্যে টি সন্তানের (চারটি ছেলে দুটি মেয়ে) জন্ম দেন নাতালি
  ২০০৮ সালে জানা যায়, আগের আইভিএফ চিকিৎসার পরিণামে নাতালির গর্ভে টি ভ্রূণ নিষ্ক্রিয় অবস্থায় রয়ে গেছে। নাতালি ভ্রূণগুলিকে তার জরায়ুতে সঞ্চারিত করার জন্য অনুরোধ করেন ডাক্তারকে। সঙ্গে যুক্ত হয় আরও দুটি নতুন ভ্রূণ। সব মিলিয়ে ২০০৯ সালে মোট আটটি সন্তানের জন্ম দেন নাতালি। আমেরিকার মাটিতে সুস্থ এবং জীবিত অক্টোপ্লেটস-এর জন্ম দেওয়ার ঘটনা এই নিয়ে দ্বিতীয় বারের মতো ঘটে। এর পর কেটে গেছে সাত বছর
 অনেক ঝড়ঝাপটা বয়ে গেছে নাতালির উপর দিয়ে। নিজের সন্তানদের ভরণ-পোষণের জন্য পর্ন ফিল্মে পর্যন্ত অভিনয় করতে হয়েছে নাতালিকে। বহু পত্রপত্রিকায় খবর হয়েছেন নাতালি। তাকে নিয়ে হয়েছে ডকুমেন্টারি। তবে এখন নিজের চোদ্দ ছেলে মেয়েকে নিয়ে সুখেই আছেন তিনি। সরকারি সাহায্যেই চলছে সংসার 


Post Bottom Ad

Responsive Ads Here

Pages