নিজস্ব প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে নিখোঁজ হওয়ার ১সপ্তাহ পর একটি কলমি ঝোঁপ থেকে মোছাঃ সুরভী আক্তার (২০) নামে এক কলেজ পড়ুয়া শিক্ষার্থীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। এবং থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার দুপুর ১২টার সময় উপজেলার বোহাইল ইউনিয়ন এর ধারাবর্সের চর এলাকা থেকে লাশটি উদ্ধার করে চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশ। নিহত সুরভী ভেলাবাড়ি ইউনিয়নের জোড়গাছা (সোনাপুর) এলাকার মোঃ সুরুজ্জামান রহমানের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুরভী গাবতলী উপজেলাধীন তরণীর হাট ডিগ্রি কলেজে মানবিক শাখার সম্মান (ডিগ্রি) শ্রেণির নিয়মিত ছাত্রী। সে গত ৪ঠা জানুয়ারি কলেজ যাবার নাম করে বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছিল। মঙ্গলবার সকালে ধারাবার্সের চর এলাকায় বানভাসি কলমির ঝোঁপ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় এলাকাবাসী সেখানে গিয়ে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্র’র এস.আই ব্রজেশ্বর তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ ফাঁড়ি থানা হেফাজতে রাখেন। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে পরদিন সকালে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়ারউর রহমান (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। এব্যাপারে চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্র এস.আই ব্রজেশ্বর বলেন, ময়নাতদেন্তর প্রতিবেদন ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। তবে এ ঘটনায় মেয়ের বাবা নিজেই বাদী হয়ে সারিয়াকান্দি থানায় গত ১১জানুয়ারি/১৭ তারিখে ৩০২/২০১ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। যার মামলা নং: ০৮। মেয়েকে হাড়িয়ে পরিবারে ও গ্রাম জুড়ে শোকের আহাজাড়ি বয়ছে। শোক সম্ভান্ত পরিবারকে সমাবেদনা জানিয়েছেন ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব রুবেল উদ্দীন। মামলা নিষ্পতি ভার এস.আই ব্রজেশ্বর’র উপর ন্যাস্ত হওয়ায় তার নেতৃত্বে নিহতের প্রকৃত কারণ উদঘাটন চলছে।