অাজ ১২/০১/২০১৭ ইং রোজ বৃহষ্পতিবার ফ্রেন্ডস্ এসোসিয়েশন কতৃক অায়োজিত শীতকালিন "ফল উৎসব-২০১৭" এর অনুষ্ঠানে প্রথমে অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয় এবং পরে বিশেষ ও শিক্ষনীয় বক্তব্য প্রদান করেন "বগুড়া ট্যুরিস্ট ক্লাব" এর সভাপতি পর্যটনবিদ জনাব শহিদুল ইসলাম সাগর। তিনি বলেন, "পর্যটন একটি দেশের অন্যতম টেকসই হাতিয়ার"।
অনুষ্ঠানের দর্শক সারিতে ধুনট এলাকার সুনামধন্য প্রতিষ্ঠানের প্রায় ৪০ জন শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ অামিনুল ইসলাম সহকারী শিক্ষক এলাঙ্গী উচ্চ বিদ্যালয়।
এছাড়াও ট্যুরিস্ট ক্লাবের পক্ষ থেকে সদস্যবৃন্দ, ফ্রেন্ডস্ এসোসিয়েশন এর সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।