বগুড়ায় দিনব্যাপি আউটসোর্সিং বিষয়ক কর্মশালা - সাপ্তাহিক তুলসিগঙ্গা

Online Newspaper "The Weekly Tulsi Ganga"

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বগুড়ায় দিনব্যাপি আউটসোর্সিং বিষয়ক কর্মশালা



‘উত্তরাঞ্চলের পিছিয়ে পড়া তারুণ্যকে এগিয়ে নিতে’ এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ায় দিনব্যাপি আউটসোসিং বিষয়ক কর্মশালার আয়োজন করে ‘ডিটো’।
প্রতিষ্ঠনটির প্রধান নির্বাহী এসএম আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মাশালায় প্রধান অতিথি ছিলেন, আইবিআইটি বগুড়ার অধ্যক্ষ ইঞ্জিনিয়ার ফজলে রব করিম, বিশেষ অতিথি ছিলেন বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট এর কম্পিউটার বিভাগের প্রধান আজিজুল আমান আল আমিন, প্রধান প্রশিক্ষক ছিলেন সফট্ওয়ার ডেভলোপার বুলবুল বিগবস, প্রশিক্ষক দেলোয়ার হোসেন, এনাম আহমেদ বাবু, সিপিএন আইটির প্রধান নির্বাহী শামছুজ্জামান বাবু, সিপিএন আইটির পরিচালক এসএ জাহিদ সরকার, ডিটোর ক্রিয়েটিভ ইনচার্জ সাইফুল্লাহ সাকী, ডিটোর কমিনেকেশন এফেয়ারর্স ইনচার্জ প্রতীক ওমর, অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, ডিটোর কর্পোরেট এফেয়ার্স ইনচার্জ জুবায়ের হাসান।
সেমিনারের বক্তরা বলেন, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের মানিয়ে নিতে আইটি সম্পর্কে বিস্তর ধারণা রাখতে হবে। বর্তমান সরকার আইটির উপর জোর দিয়ে তরুণদের নানা মূখি প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলছে। সরকারের ভিশন টুয়েন্টি টুয়েন্টি ওয়ান বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখছে ‘ডিটো’। বক্তরা আরো বলেন উত্তরাঞ্চের পিছিয়ে পড়া তরুণদের এগিয়ে নিতে ‘ডিটো’র ভূমিকা প্রশংসার দাবীদার।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages