মানবদেহ সম্পর্কিত কয়েকটি মজার তথ্য - সাপ্তাহিক তুলসিগঙ্গা

Online Newspaper "The Weekly Tulsi Ganga"

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মানবদেহ সম্পর্কিত কয়েকটি মজার তথ্য




বগুড়া ডেস্কঃ 
আমাদের এই মানব দেহ নিয়ে এমন অনেক বিষয় রয়েছে যা আমাদের অজানা। আসুন সে সম্পর্কে কিছু মজার মজার তথ্য জেনে নেই।
প্রতিটি মানুষের মস্তিষ্কের ওজন কমবেশি তিন পাউন্ড। মানুষের মাথায় গড়ে প্রায় দশ হাজার চুল থাকে।
একটা উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটার যে পরিমাণ খবর জমা রাখে মানুষের মস্তিষ্কে তার চেয়ে এক লক্ষ গুণ বেশি খবর ধারণ করতে পারে।
মাথার চুল সম্পর্কে মজার তথ্য এই যে আগামী কয়েক বছরের মধ্যেই চালু হতে যাচ্ছে টিস্যু এক্সপান্ডার। খুলির চামড়ার নিচে বসানো এই এক্সপান্ডার ছালকে প্রসারিত করবে বেলুনের মতোই। ছালের টাক অংশ সরিয়ে সম্প্রসারিত ধার দুটো এক করে সেলাই করে দেয়া যাবে। ফলে আবারো চুল গজাতে শুরু করবে।
একজন পরিণত বয়সের মানুষের ত্বকের মোট ওজন ৬ পাউন্ড। একজন মানুষের শরীরে যে পরিমাণ ত্বক রয়েছে তার আয়তন ২০ বর্গফুট। আমাদের শরীরে যতো শিরা উপশিরা রয়েছে তার সবগুলো একসঙ্গে জড়িয়ে লম্বা করলে তা ষাট হাজার মাইল দীর্ঘ হবে যা দিয়ে গোটা পৃথিবী তিনবার প্রদক্ষিণ করা যাবে।
মানুষের মুখ থেকে দৈনিক ২-৩ পাইট লালা নিঃসৃত হয়।
মানুষের হাসির জন্য ১৭টি পেশি দায়ী এবং রাগ করার জন্য প্রয়োজন তেতাল্লিশটি পেশি।
মানুষের চোয়াল এতোই শক্তিশালী যে এটি ২৭৯ কেজি ওজন বল প্রয়োগ করতে পারে।
মানুষের জিহ্বাতে রয়েছে তিন হাজারের বেশি স্বাদ কুড়ি।
একজন মানুষের নাক দিয়ে রোজ গড়ে ১৪ কিউবিক বাতাস ফুসফুসে পৌঁছে।
সৃষ্টির সেরা জীব হিসাবে এই মানুষের অনুভূতি শক্তি এতই প্রবল যে কমপৰে সে দশ হাজার রকমের বিভিন্ন গন্ধ অনুভব করতে পারে।

মানুষের হাঁচির শব্দের বেগ ঘণ্টায় ১৬০ কিমি।
মানুষের সর্দি কাশির জন্য প্রায় ২০০ রকমের ভাইরাস দায়ী।
মানুষের শরীরে যে পরিমাণ চর্বি আছে তা দিয়ে সাতটি বড় মাপের কেক তৈরি করা যাবে।
যে পরিমাণ ফসফরাস আছে তা দিয়ে ২২০০ দিয়াশলাই জ্বালানো যাবে।
যে পরিমাণ বিদ্যুত আছে তা দিয়ে ২৫৬ পাওয়ারের একটি বাল্বকে কমপৰে পাঁচ মিনিট জ্বালিয়ে রাখা যাবে।
যে পরিমাণ কার্বন আছে তা দিয়ে প্রায় ৯ হাজার পেন্সিলের সীস তৈরি করা যাবে।
যে পরিমাণ আয়রণ আছে তা দিয়ে ৪টি পেরেক তৈরি করা যাবে।
পূর্ণবয়স্ক একজন মানুষের দেহে মাংসপেশী যে পরিমাণ তাপ উৎপন্ন করে তা দিয়ে ঘণ্টায় এক লিটার পানি ফোটানো যেতে পারে।
মানবদেহের হৃদপিণ্ডের দৈর্ঘ্য ৪ ইঞ্চি এবং প্রস্থ ৩ ইঞ্চি।
মানুষের হৃদস্পদন প্রতি মিনিটে ৭২ বার। সেই হিসাবে প্রতিদিন ১০৪,০০০ এবং এক বছরে ৩৮,০০০,০০০ বার। এর ফলে প্রতি হৃদস্পন্দনে ৮২ মিলিলিটার রক্ত অর্থাৎ প্রতিদিন ৮১৯৩ লিটার রক্ত দেহে ছড়িয়ে পড়ছে।
আমরা হৃদপিণ্ডের এই কার্যক্রমকে যদি কাজের এককে পরিণত করি তাহলে এর পরিমাণ দাঁড়ায় এক টন। যা কোন জিনিসকে ৪১ ফুট বা ১২.৫ মিটার ওপরে ওঠানোর সমান।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages