ইয়াসিন আলী সভাপতি- আব্দুস সালাম সাঃ সম্পাদক ।।‘বগুড়া অনলাইন রক্তদান সংগঠন’-এর নির্বাহী পরিষদ গঠিত - সাপ্তাহিক তুলসিগঙ্গা

Online Newspaper "The Weekly Tulsi Ganga"

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

ইয়াসিন আলী সভাপতি- আব্দুস সালাম সাঃ সম্পাদক ।।‘বগুড়া অনলাইন রক্তদান সংগঠন’-এর নির্বাহী পরিষদ গঠিত


মাহফুজ রহমান (বগুড়া ): 
বগুড়া অনলাইন রক্তদান সংগঠন’ -এর নির্বাহী পরিষদ গঠিত হয়েছে।গতকাল ১৩ জানুয়ারি ২০১৭ শুক্রবার বগুড়ায় শহীদ খোকন পার্কে সবার মতামতের উপর ভিক্তিক্রমে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোঃ সোহেল রানা পূর্ন্-নির্বাচন করা হয়।সেই সাথে ইয়াসিন আলী সভাপতি- আব্দুস সালাম সাঃ সম্পাদক এবং মনিরুল ইসলাম’কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্টবগুড়া অনলাইন রক্তদা সংগঠন নির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে


নির্বাহী পরিষদে অন্যান্যদের মধ্যে স্থান পেয়েছেন উপদেষ্টা পদে রমজান, আহসান হাবীব, সাদ্দাম হোসেন, কবির, লিয়ন, রেজাউল রাকিব, সহ-সভাপতি পদে আদম হাসান আল-আমিন সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জাহিদ, সহ সাংগঠনিক পদে রাফি, দপ্তর সম্পাদক পদে রুমাইশা রিয়া সহ-দপ্তর সম্পাদক পদে শিহাব, প্রচার/প্রকাশনা সম্পাদক পদে রানা সহ-প্রকাশনা সম্পাদক পদে মেহেদি হাসান, তথ্য শিক্ষা পদে মিনহাজ, কোষাধ্যক্ষ পদে রবিউল ইসলাম সহ-কোষাধ্যক্ষ পদে সানজিদা দিপ্তি, এবং জন নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মোহাইমিনুল ইসলাম (প্রিন্স), মিথিলা আক্তার, সেলিম, আসমিরা, কিরন, হান্নান সিয়াম, ওমর ফারুক ও হায়দার আলী

এছাড়াও কর্মদক্ষ অন্যদেরকে অন্যান্য পদে স্হলাভিষিক্ত করা হবে

Post Bottom Ad

Responsive Ads Here

Pages